ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, আগস্ট ১০, ২০২০
বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ১ প্রতীকী ছবি

চট্টগ্রাম: চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) ফটিকছড়ির উপজেলার পাইন্দং ইউপির রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক ইসমাইল হোসেন (২৮) পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার আবুল বশরের ছেলে।

ফটিকছড়ির নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিলাল হোসেন বাংলানিউজকে জানান, খাগড়াছড়িগামী শান্তি পরিবহনের একটি বাস সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে সিএনজি চালক ইসমাইল হোসেন নিহত হন।

এ ঘটনায় বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।