ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে ফিশিং ট্রলারের নাবিক নিখোঁজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
কর্ণফুলীতে ফিশিং ট্রলারের নাবিক নিখোঁজ প্রতীকী ছবি

চট্টগ্রাম: কর্ণফুলী নদীতে অপেক্ষমাণ ‘অ্যালায়েন্স-৩’ নামের একটি ফিশিং ট্রলারের নাবিক মো. জাফর (৩৫) নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।  

সোমবার (১০ আগস্ট) দুপুরে বিএফডিসি জেটির কাছে থাকা ট্রলারটির প্রপেলারে (পাখা) জেলেদের পাতানো জাল পরিষ্কার করতে নেমে তিনি নিখোঁজ হন।

এ ঘটনায় মো. ইদ্রিস (৩০) নামের আরেকজন নাবিক অসুস্থ হয়ে পড়েন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

‘অ্যালায়েন্স-৩’ ট্রলারের মালিক গ্রুপের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, নিখোঁজ নাবিক একজন দক্ষ ডুবুরি ও অভিজ্ঞ ব্যক্তি। নদীতে তেমন স্রোতও ছিলো না। ডুবুরি নামিয়ে খোঁজ করা হয়েছে। বিষয়টি আমরা কোস্ট গার্ড, স্থানীয় কর্ণফুলী থানাকে জানিয়েছি।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।