ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১৬ আগস্ট চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে যেসব ট্রেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০
১৬ আগস্ট চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে যেসব ট্রেন প্রতীকী ছবি

চট্টগ্রাম: রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ১৬ আগস্ট থেকে নতুন তিনটিসহ ছয়টি ট্রেন চলাচল করবে রেলওয়ে পূর্বাঞ্চলে। অনলাইনে এসব ট্রেনের টিকিট মঙ্গলবার (১১ আগস্ট) থেকে দেওয়া হবে।


বর্তমানে চট্টগ্রাম থেকে সুবর্ণ, মেঘনা ও উদয়ন এক্সপ্রেস ট্রেন চলাচল করছে। ১৬ আগস্ট থেকে বিজয় এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেস ট্রেন যুক্ত হবে।

 


যাত্রীর উপর নির্ভর করে পরবর্তীতে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনও চালু করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (১১ আগস্ট) থেকে ৬টি ট্রেনের টিকিট অনলাইনে দেওয়া হবে।  


তিনি বলেন, কোনো প্রকার স্ট্যান্ডিং টিকিট ইস্যু করা হবে না। স্বাস্থ্যবিধি মেনে দুই সিটের বিপরীতে একটি টিকিট বিক্রি করা হবে।  


বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২০ 
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।