ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

এডিসি প্রসিকিউশন কামরুজ্জামানকে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৪, আগস্ট ৯, ২০২০
এডিসি প্রসিকিউশন কামরুজ্জামানকে বদলি সিএমপি লোগো

চট্টগ্রাম:  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামানকে সরবরাহ শাখায় বদলি করা হয়েছে।


শনিবার (৮ আগস্ট) সিএমপি কমিশনার মাহাবুবর রহমানের নির্দেশে এ বদলি করা হয় বলে সিএমপি সূত্রে জানা গেছে।


সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মির্জা সায়েম মাহমুদ বাংলানিউজকে বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবে সিএমপি কমিশনার স্যার এডিসি প্রসিকিউশন মো. কামরুজ্জামানকে সরবরাহ শাখায় বদলি করেছেন। সরবরাহ শাখার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাকে এমটি’র দায়িত্বও দেওয়া হয়েছে।


এডিসি প্রসিকিউশন হিসেবে এখনও নতুন কাউকে পদায়ন করা হয়নি বলে জানান মির্জা সায়েম মাহমুদ।  

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।