ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর চ্যানেলে ফিশিং বোটকে জরিমানা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৮, আগস্ট ৯, ২০২০
বন্দর চ্যানেলে ফিশিং বোটকে জরিমানা  বন্দর ভবন

চট্টগ্রাম:  কর্ণফুলী নদীতে চট্টগ্রাম বন্দরে বড় জাহাজ আসা-যাওয়ার পথে (চ্যানেল) অবৈধভাবে ঢুকে পড়া একটি ফিশিং বোটকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  


রোববার (৯ আগস্ট) বেলা ২টার দিকে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে বোটটি আটক করা হয়।

এরপর বন্দর কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ ওই বোটের চালককে জরিমানা করেন।  


সূত্র জানায়, ফিশিং বোটটি অবৈধভাবে চ্যানেলের মধ্যে ঢোকায় এমভি ক্যাপ মন্ট্রি নামের সিঙ্গাপুরগামী একটি পণ্যবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষের উপক্রম হয়।

এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।  ফিশিং বোটটি গোপনে চ্যানেল থেকে বের হওয়ার সময় বন্দর এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ফিশিং বোটটি আটক করা হয়। কর্ণফুলী নদীর মূল চ্যানেলে ফিশিং বোট প্রবেশ নিষিদ্ধ।  


বন্দর সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে জানান, বন্দর চ্যানেল দিয়ে আন্তর্জাতিক রুটের দেশি-বিদেশি পণ্যবাহী জাহাজ বন্দরের অভিজ্ঞ পাইলটের তত্ত্বাবধানে জেটিতে আনা-নেওয়া করা হয়। বন্দর চ্যানেলটি ভিটিএমআইএস প্রযুক্তি দ্বারা মনিটরিং করা হয়। বড় জাহাজ আসা-যাওয়ার পথ নির্বিঘ্ন রাখতে নিয়মিত অভিযান চালানো হয়।  

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০ 
এআর/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।