ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেল লাইনের পাশ ঘেঁষে দোকান-বাজার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
রেল লাইনের পাশ ঘেঁষে দোকান-বাজার রেল লাইনের পাশ ঘেঁষে দোকান-বাজার।

চট্টগ্রাম:  নগরের খুলশী থানার আমবাগান এলাকায় রেল লাইনের পাশে একটি অসাধু চক্র গড়ে তুলছে দোকান ও কাঁচা বাজার।  


রোববার (০৯ আগস্ট) দুপুরে আমবাগানের লেভেল ক্রসিং গেট এলাকায় দেখা যায়, ক্রসিং এর চারপাশের জায়গা দখল করে গড়ে তোলা হচ্ছে দোকান ও কাঁচাবাজার।

এ জন্য বালু এবং ইট এনে স্তুপ করে রাখা হয়েছে।  


অসাদু একটি চক্র গেইটম্যানকে ম্যানেজ করে অবৈধভাবে দখল করে এসব দোকান তুলছে।


রেলওয়ের পরিবহন বিভাগের কর্মকর্তারা জানান, অবৈধ বাজারের জন্য নিরাপত্তায় স্থাপিত রোড এপ্রোচ ওয়ার্নিং সিস্টেম নিরাপদ দুরত্ব থেকে দেখা যায় না। ফলে যেকোনো সময় ট্রেন দুর্ঘটনা ঘটতে পারে।


রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহাবুবুল করিম বাংলানিউজকে বলেন, আমরা যেখানে খবর পাচ্ছি সেখানে বাধা দিচ্ছি।  


খুলশীর আমবাগানে রেলের জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করার সময় বাধা দিয়েছি। রেলক্রসিং এলাকায় রেলের জায়গা দখল করে দোকান বা বাজার গড়ে তোলার বিষয়ে খবর নেওয়া হচ্ছে।


বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।