ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সামাজিক দূরত্বে শোভাযাত্রা করবে সিপিএস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
সামাজিক দূরত্বে শোভাযাত্রা করবে সিপিএস জুমইন অনলাইনে মাসিক সাধারণ সভা সিপিএ’র।

চট্টগ্রাম: আগামী ১৯ আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস-২০২০ উপলক্ষে বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সামাজিক দূরত্ব মেনে শোভাযাত্রা ও আলোচনা সভা করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি (সিপিএস)।


শনিবার (৮ আগস্ট) রাতে জুমইন অনলাইনে মাসিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।


সোসাইটির সভাপতি অনুজ কুমার বড়ুয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী মিঠুর উপস্থাপনায় সিপিএসের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বক্তব্য দেন সাবেক সভাপতি আলোকচিত্রী দেবপ্রসাদ দাস দেবু, পংকজ সিকদার, মেরাজ মন্টু, সাইফুল ইসলাম চৌধুরী, সৌরভ বড়ুয়া, শাওন চৌধুরী, ফারুক বিন সাদেক, কাবেরী আইচ, শাহজাহান চৌধুরী, আবদুল আউয়াল প্রমুখ।


সভার শুরুতে সিপিএস সদস্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ডা. রশিদ উন নবী শুভ্র'র করোনা সংক্রমণ জনিত রোগ থেকে এবং সিপিএস'র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীর কিডনি জনিত রোগ থেকে আরোগ্য কামনা করেন।


সভায় আজীবন ও সাধারণ সদস্যদের আইডি কার্ড প্রদান, সাইনবোর্ড লাগানো ও অনারেবল বোর্ড রেডি করার সিদ্ধান্ত হয়েছে।


এ ছাড়া মাসিক (জুলাই) আলোকচিত্র প্রতিযোগিতায় ছবি জমা দেওয়ার শেষ সময় ১২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।


বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
এআর/এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।