ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সেপটিক ট্যাংকের ভেতরে দমবন্ধ হয়ে ২ শ্রমিকের মৃত্যু

স্টাফ করসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
সেপটিক ট্যাংকের ভেতরে দমবন্ধ হয়ে ২ শ্রমিকের মৃত্যু ফাইল ছবি

চট্টগ্রাম: নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নেমে দমবন্ধ হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  


রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে নগরের আকবর শাহ থানাধীন বিশ্বকলোনী এলাকার মিতালী হাউজিং নামে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।


মৃত দুই শ্রমিক হলেন- মো. রায়হান এবং রাজু। এদের মধ্যে রায়হানের বয়স ২৭ বছর এবং রাজুর বয়স ৩০ বছর।

 


আগ্রাবাদ ফায়ার স্টেশনের অফিসার মো. জাহিদ চৌধুরী বাংলানিউজকে বলেন, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে সাটারিংয়ের কাঠ সরাতে দুই শ্রমিক ট্যাংকে নামেন।


তিনি বলেন, ট্যাংকের ভেতরে অক্সিজেন স্বল্পতার কারণে দমবন্ধ হয়ে অজ্ঞান হয়ে যান তারা। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করি।  


ট্যাংকের ভেতরে অক্সিজেন স্বল্পতার কারণে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদেরও অক্সিজেন সাপোর্ট নিয়ে ভেতরে প্রবেশ করতে হয় বলে জানান এই কর্মকর্তা।
 

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
এমএম/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।