চট্টগ্রাম: রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. ওমর ফারুককে বদলি করে আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ প্রকল্পের উপ-পরিচালক হিসেবে সংযুক্ত করা হয়েছে।
ওমর ফারুকের পদে দায়িত্ব দেওয়া হয়েছে ওই প্রকল্পের উপ-পরিচালক মোহাশীষ দাশ গুপ্তকে।
রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান বাংলানিউজকে বলেন, রেলভবন থেকে এক আদেশে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
ওমর ফারুক চলতি বছরের শুরুতে বিভাগীয় পরিবহন কর্মকর্তার দায়িত্ব নেন। দায়িত্ব নিয়ে বন্ধ থাকা স্টেশন চালু, ট্রেন দুর্ঘটনারোধে পদক্ষেপসহ বেশ কিছু কাজ করে আলোচনায় আসেন।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
জেইউ/এমআর/টিসি