ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গমাতার জন্মদিনে দুস্থ নারীরা পেলেন সেলাই মেশিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০২০
বঙ্গমাতার জন্মদিনে দুস্থ নারীরা পেলেন সেলাই মেশিন বঙ্গমাতার জন্মদিনে দুস্থ নারীরা পেলেন সেলাই মেশিন

চট্টগ্রাম: বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।


শনিবার (৮ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন দুস্থ নারীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেন।


অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন বঙ্গমাতা বঙ্গবন্ধুর শুধু সহধর্মিণীই ছিলেন না, তিনি সহযোদ্ধাও ছিলেন। সারাজীবন ত্যাগ আর সংগ্রামের মধ্য দিয়ে নিজের জীবন কাটিয়েছেন তিনি।


তিনি বলেন, বঙ্গবন্ধুকে অধিকাংশ সময় কারাগারে কাটাতে হয়েছে। আর বঙ্গমাতা যোগ্য সহধর্মিণী ও মহীয়সী নারী ছিলেন বলেই সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে পেরেছিলেন।


এ সময় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এজেড শরীফ হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২০
এমআর/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।