ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কনটেইনারসহ লরিটি উঠলো সড়ক বিভাজকে!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০২০
কনটেইনারসহ লরিটি উঠলো সড়ক বিভাজকে! কনটেইনারসহ লরিটি উঠলো সড়ক বিভাজকে!

চট্টগ্রাম: বন্দর সংলগ্ন সল্টগোলা দুই নম্বর মাইলের মাথা এলাকায় কনটেইনারসহ একটি লরি (ট্রেইলার) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে উঠে গেছে।


শনিবার (৮ আগস্ট) বিকেল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র জানায়, দুই নম্বর  মাইলের মাথা বড় মসজিদের সামনে কনটেইনারবাহী ট্রেইলার (চট্টমেট্রো ঢ ৮১ -০২৮৮) যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তার আইল্যান্ডের ওপর আছড়ে পড়ে। এ সময় গাড়িটির ওপর FCIU  500698  22G1 নম্বরের কনটেইনার ছিলো।


এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে কিছুসময় যান চলাচল বন্ধ থাকে।  


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (বন্দর-ট্রাফিক) অলক বিশ্বাস বাংলানিউজকে জানান, দ্রুত ট্রেইলারটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২০
এআর/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।