ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শেখ কামালের জন্মদিনে চট্টগ্রামে বৃক্ষরোপণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
শেখ কামালের জন্মদিনে চট্টগ্রামে বৃক্ষরোপণ আম গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

চট্টগ্রাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং তার জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রামে বৃক্ষরোপণ করা হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব উন্নয়ন অধিদফতর চট্টগ্রামে ১ লাখ ফলদ, বনজ ও ওষুধি গাছ রোপণের কর্মসূচি হাতে নয়।

বুধবার (৫ আগস্ট) হালিশহরের যুব উন্নয়ন অধিদফতর কার্যালয়ে আম গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদফতরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম রশিদুল হক।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক সালেহ আহমেদ চৌধুরী।

ভার্চুয়াল প্লাটফর্মে এই অনুষ্ঠানে  যুব উন্নয়ন অধিদফতরের জেলা ও উপজেলা পর্যায়ের সব দফতর সম্পৃক্ত থেকে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।