ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ওসি মহসীন করোনায় আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, আগস্ট ৫, ২০২০
ওসি মহসীন করোনায় আক্রান্ত ওসি মো. মহসীন

চট্টগ্রাস: দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে মাঠে সক্রিয় থাকা কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (০৫ আগস্ট) বিকেলে তিনি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. মহসীন বলেন, মঙ্গলবার (০৪ আগস্ট) করোনার নমুনা দিয়েছিলাম। আজকে ফোন দিয়ে জানলাম করোনায় আক্রান্ত।

তিনি বলেন, কোরবানির ঈদের দিন সন্ধ্যায় হালকা জ্বর অনুভব করি। তখন থেকেই নিজেকে গুটিয়ে ফেলি। কোয়ারেন্টাইনে চলে আসি। এখনও হালকা জ্বর আছে। শরীর এবং মাথা প্রচণ্ড ব্যথা। কাশি আছে। শরীরও দুর্বল।

‘কাজ ভালোবাসি, তাই কাজকে খুব মিস করছি। সবার ভালোবাসা আর দোয়ায় আবারও ফিরতে চাই। শেষ করতে চাই অসমাপ্ত কাজগুলো’।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।