ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে বাস উল্টে ৭ পোশাক শ্রমিক আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
বোয়ালখালীতে বাস উল্টে ৭ পোশাক শ্রমিক আহত প্রতীকি ছবি।

চট্টগ্রাম: বোয়ালখালীর রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের সামনে পোশাক শ্রমিকবাহী একটি বাস উল্টে ৭ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- বোয়ালখালীর ইউনুচ ড্রাইভারের ছেলে মো. শফিক (২৬), ফজলুর কাদেরের ছেলে মো. কাইয়ুম (২৪), মো.মোক্তার হোসেনের স্ত্রী নাহিদ ফারজানা (২৭)  ও ফুলতলার আজিজুল হকের স্ত্রী নাজনীন আক্তার (২০), রাউজানের নোয়াপাড়ার প্রবীণ বড়ুয়ার ছেলে  রুকন বড়ুয়া (২১), নজরুল ইসলামের স্ত্রী রুনা আক্তার (২০) ও ফরহাদ হোসেনের স্ত্রী পলি আক্তার।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, কেডিএস গ্রুপের বাসটি খাদে পড়ে উল্টে গেলে ৭ জন পোশাক শ্রমিক গুরুতর আহত হন। তাদেরকে চমেক হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।