ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০২০
লোহাগাড়ায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হেলাল উদ্দিন

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় অতিরিক্ত গতির কারণে স্পিড বেকারে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েছেন হেলাল উদ্দিন (২৪) নামে মোটরসাইকেল আরোহী। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে লোহাগাড়া উপজেলার বার আউলিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া মোটরসাইকেল আরোহী লোহাগাড়া উপজেলার পুটিবিলা পূর্ব তাঁতী পাড়ার নাজির মিয়া ছেলে।

 

এ ঘটনায় আহত হয়েছে একই এলাকার মনজুর আলমের ছেলে ফরিদুল আলম (২৫)। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷ 

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আরফাত বাংলানিউজকে বলেন, লোহাগাড়া বার আউলিয়া কলেজের সামনে অতিরিক্ত গতির কারণে স্পিড বেকারে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েছেন হেলাল উদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।