ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড় থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, আগস্ট ৪, ২০২০
পাহাড় থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার প্রতীকি ছবি

চট্টগ্রাম: নিখোঁজ থাকার তিন দিন পর এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে খুলশী থানা পুলিশ।

সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে নগরের খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ আবাসিক এলাকার পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই ছাত্রের নাম মো. রাসেল (১৩)। সে জালালাবাদ হাউজিং সোসাইটির বালুরপাড় প্রিন্স কলোনির হুমায়ূন কবিরের ছেলে।

জানা যায়, গত ৩১ জুলাই বাসা থেকে বের হয়ে আর না ফেরায় খোঁজাখুঁজি করে রাসেলের পরিবার। পরে তার বাবা খুলশী থানায় রোববার (২ আগস্ট) সাধারণ ডায়েরি করেন। সোমবার (৩ আগস্ট) পাহাড়ের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।  

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বাংলানিউজকে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিখোঁজ স্কুলছাত্র রাসেলের পরিবার মরদেহ শনাক্ত করেছে। এই মৃত্যুর ঘটনা তদন্ত করা  হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad