ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফ্লাইওভারের নিচে বসে মাদক সেবন, আটক ১৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ২, ২০২০
ফ্লাইওভারের নিচে বসে মাদক সেবন, আটক ১৩ আটক আট জন

চট্টগ্রাম:  নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে অবস্থান করে মাদক সেবন, পথচারীদের উত্যক্ত করার অপরাধে পাঁচ কিশোরসহ ১৩ জনকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ।  

রোববার (২ আগস্ট) আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে থেকে তাদের আটক করা হয়।

 

আটক ১৩ জন হলো- মো. আলী কাউসার (৫৪), মো. জাহাঙ্গীর (৪৬), মো. জামাল (৩৬), মো. জাহাঙ্গীর (৩০), মাসুম (২০), শাকির (২১), লিটন (৫০), মো. সোহেল (২১), মো. হাবিবুর রহমান ইফাত (১৬), মো. রাসেল (১৭), মো. জুয়েল (১৬), মো. নাজিম (১৪) ও মো. লাল বাদশা (১৫)।

এদের মধ্যে আটক পাঁচ কিশোরকে সংশোধনাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাকি আটজনকে প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া বাংলানিউজকে বলেন, আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে অবস্থান করে মাদক সেবন, পথচারীদের উত্যক্ত করার অপরাধে পাঁচ কিশোরসহ ১৩ জনকে আটক করা হয়েছে। আটক পাঁচ কিশোরকে সংশোধনাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাকি আটজনকে প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে আখতারুজ্জামান ফ্লাইওভার ও আশেপাশের এলাকায় ছিনতাই প্রতিরোধে পুলিশের টহল চলছে বলে জানান ওসি আবুল কাশেম ভুঁইয়া।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ০২, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।