ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিএমপির নিষেধাজ্ঞা, জনমানবহীন পতেঙ্গা বিচ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, আগস্ট ১, ২০২০
সিএমপির নিষেধাজ্ঞা, জনমানবহীন পতেঙ্গা বিচ জনমানবহীন পতেঙ্গা বিচ

চট্টগ্রাম:  করোনা ভাইরাসের কারণে ঈদুল আযহাকে কেন্দ্র করে নগরের বিনোদন কেন্দ্রগুলোতে জনসাধারণের সমাগমে নিষেধাজ্ঞা জারি পর পর্যটন স্পটগুলোতে লোক সমাগম হয়নি। এর আগে লোকজন নিষেধাজ্ঞা না মেনে জড়ো হলেও এবার পুলিশের কঠোরতায় তা শূন্যের কোটায়।

 


শনিবার (১ আগস্ট) বিকেলে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত ছিল জনমানবহীন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নিষেধাজ্ঞা জারির পর পতেঙ্গা থানা পুলিশ বিচ এলাকায় টহল পুলিশ মোতায়েন করে।

 


পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ বাংলানিউজকে বলেন, করোনা ভাইরাসের কারণে পতেঙ্গা বিচ এলাকাসহ পর্যটন স্পটে জনসাধারণের সমাগমে নিষেধাজ্ঞা জারি রয়েছে। আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। টহল পুলিশ কাজ করছে।  


২৮ জুলাই এক বিজ্ঞপ্তিতে নগরের বিনোদন কেন্দ্রগুলোতে জনসাধারণের সমাগমে নিষেধাজ্ঞা জারি করে সিএমপি।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, আগস্ট ০১, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।