চট্টগ্রাম: নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ঈদ-উল-আজহা আমাদের ত্যাগ স্বীকার করতে শেখায়। এই ঈদে শহরটাকে সুন্দর রাখতে রাস্তাঘাটে পশু জবাই থেকে বিরত থাকতে হবে।
মেয়র বলেন, বর্ষ পরিক্রমায় আবারও এসেছে পবিত্র ঈদ-উল-আজহা।
‘তবে আমরা নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দেবো। যারা কোরবানি দিতে পারছে না, সেসব অসহায়দের মাঝে মাংস বন্টন করবো। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর মাঝেও মাংস বন্টন করবো। ’
আ জ ম নাছির উদ্দীন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ দক্ষ বলিষ্ঠ ও সাহসী নেতৃত্বের কারণে করোনা ভাইরাসের সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে রয়েছে। তাই সবাইকে ঘরে-বাইরে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এতে করোনার সংক্রমণ রোধ করা সহজ হবে।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০২০
এসি/টিসি