ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কোরবানির মাংস অসহায়দের মাঝে বন্টন করে দেওয়ার আহ্বান চসিক মেয়রের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৫, আগস্ট ১, ২০২০
কোরবানির মাংস অসহায়দের মাঝে বন্টন করে দেওয়ার আহ্বান চসিক মেয়রের মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ঈদ-উল-আজহা আমাদের ত্যাগ স্বীকার করতে শেখায়। এই ঈদে শহরটাকে সুন্দর রাখতে রাস্তাঘাটে পশু জবাই থেকে বিরত থাকতে হবে।

নির্দিষ্ট স্থানে পশু জবাই করতে হবে।

মেয়র বলেন, বর্ষ পরিক্রমায় আবারও এসেছে পবিত্র ঈদ-উল-আজহা।

ব্যতিক্রম পরিবেশে এবারের ঈদ উদযাপন করছি আমরা। অন্যান্য বছর ত্যাগের মহিমায় উৎসবমুখর পরিবেশে যেভাবে আমরা ঈদ উদযাপন করতাম, করোনা ভাইরাসের কারণে এবার সেভাবে পালন করা সম্ভব হচ্ছে না।

‘তবে আমরা নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দেবো। যারা কোরবানি দিতে পারছে না, সেসব অসহায়দের মাঝে মাংস বন্টন করবো। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর মাঝেও মাংস বন্টন করবো। ’

আ জ ম নাছির উদ্দীন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ দক্ষ বলিষ্ঠ ও সাহসী নেতৃত্বের কারণে করোনা ভাইরাসের সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে রয়েছে। তাই সবাইকে ঘরে-বাইরে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এতে করোনার সংক্রমণ রোধ করা সহজ হবে।  

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।