ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মেশিন ও গাড়ির যন্ত্রাংশের চালানে ১৯ টন কসমেটিকস!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০২০
মেশিন ও গাড়ির যন্ত্রাংশের চালানে ১৯ টন কসমেটিকস! আটক চালান

চট্টগ্রাম: ঈদের ছুটির আগমুহূর্তে কর্মব্যস্ততার সুযোগ কাজে লাগিয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রায় ৯০ লাখ টাকা শুল্ক ফাঁকির অপচেষ্টা রুখে দিয়েছে কাস্টমস।


মেশিন ও গাড়ির যন্ত্রাংশ ঘোষণায় আমদানি করা উচ্চ শুল্ক ও উচ্চমূল্যের ১৯ টন প্রসাধন সামগ্রী আটক করা হয়েছে।


কাস্টম হাউসের কমিশনারের নির্দেশে শুক্রবার (৩১ জুলাই) কনটেইনারটির পণ্য শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।  


কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার সহকারী কমিশনার নূর এ হাসনা সানজিদা অনসূয়া বাংলানিউজকে জানান, ঢাকার ছ-৭৫/সি/১, উত্তর বাড্ডার আমদানিকারক এনবিএম করপোরেশন চীন থেকে মেশিন ও গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে একটি পণ্যচালান আমদানি করে।

যা খালাসের জন্য গত ২৯ জুলাই সিঅ্যান্ডএফ প্রতিনিধি চট্টগ্রামের ১৪৭ সুগন্ধার জেজে অ্যাসোসিয়েটস কাস্টম হাউসে বিল অব এন্ট্রি ( সি-১০৪৮৭৬১) দাখিল করে।


কায়িক পরীক্ষায় প্রায় ৯০ লাখ টাকা শুল্কফাঁকির বিষয়টি উদঘাটন করেন কাস্টম কর্মকর্তারা।  


তিনি জানান, শুল্ক ফাঁকির বিষয়ে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে এবং জাল-জালিয়াতির ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।