ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কর্মস্থলে যাওয়ার পথে বাস চাপায় পুলিশ সদস্য নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
কর্মস্থলে যাওয়ার পথে বাস চাপায় পুলিশ সদস্য নিহত আটক চালক দিদারুল আলম।

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোড এলাকায় এস আলম পরিবহনের বাসের চাপায় এহেসানুল হক (২৭) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
 
বৃহস্পতিবার (৩০ জু্লাই) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এহেসানুল মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন।  

নিহত এহেসানুল হক কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পশ্চিম মরিশ্চ্যা বাজার এলাকার আবুল কালাম আজাদের ছেলে।

তিনি চট্টগ্রাম জেলা সদর কোর্টে প্রবেশনাল উপ-পরিদর্শক (পিএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

মোটরসাইকেল আরোহী এহেসানুল হককে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাসটি। পরে কোতোয়ালী থানা পুলিশ বাসটি জব্দ করে চালক দিদারুল আলমকে আটক করে।  

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বাংলানিউজকে বলেন, সকালে বাকলিয়া এলাকার বাসা থেকে সদর কোর্টে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী এহেসানুলকে চাপা দেয় এস আলম পরিবহনের একটি বাস। চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বাস চালক। পরে বাসসহ চালক দিদারুল আলমকে আটক করা হয়েছে।  

তিনি বলেন, বাস চাপায় ঘটনাস্থলে মৃত্যু হয় এহেসানুল হকের। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত পুলিশ সদস্য এহেসানুল হক কোতোয়ালী থানায় কর্মরত এসআই মো. ইমরানুল হকের ছোট ভাই।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।