ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লালখানবাজারে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
লালখানবাজারে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ ছবি প্রতীকী

চট্টগ্রাম: নগরের লালখানবাজার পোড়া কলোনী এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জন আহত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

আহতদের বিস্তারিত পাওয়া যায়নি।

ঘটনার পর পুলিশে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে নিজেদের হেফাজতে নিয়েছে। তবে তার নাম জানায়নি পুলিশ।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বাংলানিউজকে বলেন, লালখানবাজার পোড়া কলোনী এলাকায় সোহাগ নামে একজনের সঙ্গে স্থানীয় আরেকটি পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আমাদের হেফাজতে নিয়ে এসেছি।  

স্থানীয় সূত্র জানিয়েছে, ২০১৫ সালে পোড়া কলোনী এলাকার বাসিন্দা খোকন সরকার নামে এক যুবককে খুন করে সোহাগ। এ ঘটনায় জেলেও যায়। এর পর থেকে সোহাগের সঙ্গে পোড়া কলোনীর বাসিন্দাদের বিরোধ চলে আসছে।

সোহাগ লালখানবাজার এলাকার আবদুর রউফের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে। সোহাগ স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত বেলালের অনুসারী বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।