ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফ্লাইওভারে সুতা বেঁধে ছিনতাই, র‌্যাবের হাতে আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
ফ্লাইওভারে সুতা বেঁধে ছিনতাই, র‌্যাবের হাতে আটক ৬ দুই কিশোরসহ আটক ছয়জন

চট্টগ্রাম: ফ্লাইওভারে ঘুড়ি উড়ানোর সুতা বেঁধে মোটরসাইকেল আরোহীদের গতিরোধ করে ছিনতাইংয়ের সঙ্গে জড়িত  দুই কিশোরসহ ছয়জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

মঙ্গলবার (২৮ জুলাই) র‌্যাবের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি জানানো হয়।

 

র‌্যাব জানিয়েছে, আকবরশাহ থানাধীন সাহেরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে চারটি ছুরি উদ্ধার করা হয়েছে।

আটক ছয়জনের মধ্যে চারজনের পরিচয় জানিয়েছে র‌্যাব। তারা হলো- মো. জাকির হোসেন (৩২), মো. সুমন (১৯), মো. দেলোয়ার হোসেন (১৯) ও মো. হাসান প্রকাশ আকাশ (১৯)। দুই কিশোরের পরিচয় জানায়নি র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বাংলানিউজকে বলেন, ফ্লাইওভারে ঘুড়ি উড়ানোর সুতা বেঁধে মোটরসাইকেল আরোহীদের গতিরোধ করে ছিনতাইংয়ের সঙ্গে জড়িত  দুই কিশোরসহ ছয়জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চারটি ছুরি উদ্ধার করা হয়েছে।  

তিনি বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে ফ্লাইওভারে সুতা বেঁধে মোটরসাইকেল আরোহীদের গতিরোধ করে অস্ত্রের মুখে ছিনতাই করে আসছিল। তাদের আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।