ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডের বেড়িবাঁধে ৫ হাজার চারা রোপণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
সীতাকুণ্ডের বেড়িবাঁধে ৫ হাজার চারা রোপণ সীতাকুণ্ডের বেড়িবাঁধে চারা রোপণ করেন সংসদ সদস্য দিদারুল আলম

চট্টগ্রাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোয়া ২ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধে ৫ হাজার চারা রোপণ করা হয়েছে।  

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় আকিলপুর, জমাদারপাড়া-বোয়ালিয়াকূলে সংস্কার করা বেড়িবাঁধে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য দিদারুল আলম।

 বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়।

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. শওকত আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এম. ডি. ই আনিছ হায়দার খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, ইউনিয়ন পরিষদ সচিব দিদারুল আলম, ইউপি সদস্য মো. রাশেদ, আলমগীর, মো. হাসান, মো. শফিউল আলম, মহিলা সদস্য নুরনাহার বেগম, আওয়ামী লীগ নেতা আরশাদ মাহমুদ, কামরুজ্জামান, জিকু, পেয়ার আহমদ, নুরনবী, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, সেলিম মজিদ, নুর উদ্দিন জাহাঙ্গীর, ছাত্রলীগ নেতা ইমাম উদ্দিন চৌধুরী, আশরাফ, ফারুক, তুহিন, রানা, হাসান, নাজমুল, মুন্না প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।