ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পশুর হাটে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
পশুর হাটে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম: চট্টগ্রামে কোরবানি পশুর হাটে মাস্ক না পরায় ৬ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ জুলাই) নগরের সবচেয়ে বড় গরু-ছাগলের বাজার সাগরিকা বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান বাংলানিউজকে বলেন, দুপুরে সাগরিকা বাজারে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

এই সময় মাস্ক না পরায় ৬ ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে গরু-ছাগল বেচাকেনা করতে ইজারাদার, ব্যাপারি এবং ক্রেতাদের আমরা নির্দেশনা দিয়েছি। কেউ এই নির্দেশনা অমান্য করলে জেল জরিমানা করা হবে।

এদিকে মশলার দামের লাগাম টানতে দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে পরিচালিত এই অভিযানেও নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

অভিযানে বেশি দামে আদা বিক্রির দায়ে চট্টগ্রাম বাণিজ্যালয়কে ২০ হাজার এবং স্বাস্থ্যবিধি না মানায় হাজী এন্টারপ্রাইজ ও কেএইচ ট্রেডার্সকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।  

এছাড়া বেশি দামে পাম ওয়েল বিক্রির দায়ে মেসার্স মালেক ব্রাদার্সকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম বাংলানিউজকে জানান, কোরবানি ঈদের প্রধান অনুসঙ্গ গরু-ছাগল এবং মশলা।  

গরু-ছাগলসহ কোরবানি পশু বিক্রির হাটগুলোতে যাতে স্বাস্থ্যবিধি মানা হয় তা তদারকি করছে জেলা প্রশাসন।  পাশাপাশি মশলার দাম নিয়ন্ত্রণেও আমরা অভিযান পরিচালনা করছি।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।