ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সেলিমের চিকিৎসায় ১ মাসের সম্মানী দিচ্ছেন কাউন্সিলররা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
সেলিমের চিকিৎসায় ১ মাসের সম্মানী দিচ্ছেন কাউন্সিলররা কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের রোগমুক্তির জন্য দোয়া মাহফিল

চট্টগ্রাম: নগরের আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের উন্নত চিকিৎসার জন্য ১ মাসের সম্মানী দিচ্ছেন চসিকের কাউন্সিলররা।

সোমবার (২৭ জুলাই) ২৮ জন কাউন্সিলর এ ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন।

আরও ৮-১০ জন কাউন্সিলরও তাদের সঙ্গে সহমত পোষণ করেছেন।

বাগমণিরাম ওয়ার্ডের কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন বাংলানিউজকে জানান, প্রত্যেক কাউন্সিলর ৩৫ হাজার টাকার মতো সম্মানী পান চসিক থেকে।

আমাদের সহকর্মী তারেক সোলেমান সেলিমের উন্নত চিকিৎসার জন্য আমরা এক মাসের সম্মানী দিচ্ছি। এভাবে আশা করি ১৫ লাখ টাকার মতো জোগাড় করতে পারবো আমরা।

রোগমুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল

বিকেলে চসিক সম্মেলন কক্ষে তারেক সোলেমান সেলিমের রোগমুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত পঞ্চম পরিষদের কাউন্সিলরা। অসুস্থ সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সৈয়দা কাশপিয়া নাহরিনের সুস্থতা ও সদ্য মৃত্যুবরণকারী কাউন্সিলর মরহুম মাজহারুল ইসলাম চৌধুরীর জন্যও বিশেষ মোনাজাত করা হয়।  

এ সময় চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর কফিল উদ্দিন খান, মোহাম্মদ আজম, মো. মোরশেদ আলম, মো. জহুরুল আলম জসিম, মো. মোরশেদ আকতার চৌধুরী, মো. গিয়াস উদ্দিন, সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, একেএম আরিফুল ইসলাম ডিউক, মো. ইয়াছিন চৌধুরী আশু, শৈবাল দাশ সুমন, মো. সলিম উল্লাহ বাচ্চু, নাজমুল হক ডিউক, এসএম এরশাদুল্লাহ, মো. আবুল হাসেম, মো. আবদুল কাদের, গোলাম মো. জোবায়ের, হাসান মুরাদ বিপ্লব, মোহাম্মদ ইসমাইল বালী, মো. শফিউল আলম, মো. জয়নাল আবেদীন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, মোছাম্মৎ ফারজানা পারভীন, আঞ্জুমান আরা বেগম, জেসমিনা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।  

মোনাজাত পরিচালনা করেন চসিকের মাদ্রাসা পরিদর্শক মাওলানা মোহাম্মদ হারুন উর রশিদ।  

>> টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না কাউন্সিলর!

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।