ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৫ হাজার কর্মহীন শ্রমিক পেলেন খাদ্য সহায়তা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
৫ হাজার কর্মহীন শ্রমিক পেলেন খাদ্য সহায়তা ৫ হাজার কর্মহীন শ্রমিক পেলেন খাদ্য সহায়তা

চট্টগ্রাম: সীতাকুণ্ডে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ৫ হাজার শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন- ইপসা।


৯ দিন ধরে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় কর্মহীন শ্রমিকদের মাঝে এসব খাদ্য সামগ্রী প্যাকেটে করে বিতরণ করা হয়।


প্রায় ৩২ কেজি ওজনের প্রতিটি প্যাকেটে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবন, তেল, সাবান ও ভিটামিন ক্যাপসুল দেওয়া হয়।


ইউনিয়ন ভিত্তিক এসব খাদ্য সামগ্রী বিতরণের সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা অংশ নেন।


পৌরসভায় ইপসা’র কোর অফিসে বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুলাহ আল বাকের ভূঁইয়া এবং কুমিরা এলাকায় বিতরণের সময় জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ উপস্থিত ছিলেন।


সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় বলেন, সীতাকুণ্ডে কর্মহীন ৫০০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ইপসা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।


তিনি বলেন, নানা দুর্যোগ, মহামারীতে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে তা মোকাবিলা করা সহজ হয়। আশা করি, ইপসার এ উদ্যোগে অন্যরা অনুপ্রাণিত হবেন।


করোনা মহামারীতে শ্রমিকদের মাঝে এই খাদ্য বিতরণ কার্যক্রমের সমন্বয়ক ছিলেন ইপসার কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী শাহিন।


ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান এই কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসন, রাজনীতিক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের ধন্যবাদ জানান।


বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
এমআর/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।