ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কালুরঘাটে মেরিডিয়ান চিপস কারখানায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
কালুরঘাটে মেরিডিয়ান চিপস কারখানায় আগুন আগুন নির্বাপণে কাজ করছেন ফায়ার স্টেশনের কর্মীরা। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: কালুরঘাটে মেরিডিয়ান চিপস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  


সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে সৃষ্ট এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এলেও সকাল ১০টা পর্যন্ত পুরোপুরি নির্বাপণ করা যায়নি বলে ফায়ার স্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন।


ঘটনাস্থল থেকে আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ড নির্বাপণে বায়েজিদ, চন্দনপুরা, কালুরঘাট এবং আগ্রাবাদ স্টেশনের ১০টি গাড়ি কাজ করছে।


তিনি বলেন, ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

তবে এখনো পুরোপুরি নির্বাপণ কাজ শেষ হয়নি। আমরা কাজ করছি।


প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার স্টেশনের এই কর্মকর্তা।


বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।