ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি উপাচার্যের স্বামী লাইফ সাপোর্টে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
চবি উপাচার্যের স্বামী লাইফ সাপোর্টে

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের স্বামী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মো. লতিফুল আলম চৌধুরীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

তিনি চট্টগ্রামের সিএমএইচে আছেন।

১১ জুলাই নমুনা পরীক্ষার ফলাফলে উপাচার্য শিরীখ আখতার, তার মেয়ে এবং তিন নাতনিসহ পরিবারের ৭ সদস্য করোনায় আক্রান্ত হন।

পরে ১৩ জুলাই রাতে উপাচার্য, তার স্বামী মো. লতিফুল আলম চৌধুরী ও মেয়ে রিফাত মোস্তফা সিএমএইচে ভর্তি হন।  

পারিবারিক সূত্রে জানা গেছে, আগে থেকে নিউমোনিয়া ছিলো মো. লতিফুল আলমের। সিএমএইচে ভর্তি হওয়ার পর  তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়। কিন্তু কয়েকদিন আগে হঠাৎ ফের স্বাস্থ্যের অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজকে স্বাসকষ্টসহ শরীরে অন্যান্য জটিলতা দেখা দিলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

তাকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছে। তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।