ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কানেক্ট দ্যা ডটসকে অক্সিজেন কনসেনেট্রটর দিলো নাভানা গ্রুপ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
কানেক্ট দ্যা ডটসকে অক্সিজেন কনসেনেট্রটর দিলো নাভানা গ্রুপ  কানেক্ট দ্যা ডটসকে অক্সিজেন কনসেনেট্রটর দিলো নাভানা গ্রুপ 

চট্টগ্রাম:কানেক্ট দ্যা ডটস ফাউন্ডেশন এর অক্সিজেন ব্যাংক প্রকল্পে একটি অক্সিজেন কনসেনেট্রটর দিয়েছে নাভানা গ্রুপ ।  

রোববার(২৬ জুলাই) বিকেলে এটি দেওয়া হয়।

চট্টগ্রাম এর করকমিশনার এবং পে ইট ফরোয়ার্ড এর প্রতিষ্ঠাতা বাদল সৈয়দ শ্বাসকষ্টে ভোগা রোগীদের সহযোগিতায় নাভানা গ্রুপের এই রেসপাইরেটরী ইকুইপমেন্টটি কানেক্ট দ্যা ডটস এর প্রতিষ্ঠাতা, কর্পোরেট ব্যক্তিত্ব তানভীর শাহরিয়ার রিমন এর হাতে তুলে দেন ।  

এসময় নাভানা গ্রুপের কর্মকর্তা নাসিমুল গনি এবং আফ্ফান বিন আনোয়র উপস্থিত ছিলেন ।

 

এখানে উল্লেখ্য চট্টগ্রামে করোনা মাহিমারি শুরু থেকে কানেক্ট দ্যা ডটস অক্সিজেন ব্যাংক তৈরী করে বিনা মূল্যে অক্সিজেনসরবরাহ, জরুরী ওষুধ সেবা সহ নানা চ্যারিটি কর্মকান্ড পরিচালনা করে আসছে ।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুলাই ২৬
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।