ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনা রোগীর জন্য চমেকে ৬ লাখ টাকার মেডিক্যাল যন্ত্রপাতি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
করোনা রোগীর জন্য চমেকে ৬ লাখ টাকার মেডিক্যাল যন্ত্রপাতি করোনা রোগীর জন্য চমেকে ৬ লাখ টাকার মেডিক্যাল যন্ত্রপাতি

চট্টগ্রাম: করোনা রোগীর চিকিৎসায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় ৬ লাখ টাকার মেডিক্যাল যন্ত্রপাতি দিলেন বিশিষ্টজনরা। রোববার (২৬ জুলাই) চমেকের অধ্যাক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ শামীম হাসানের কাছে এসব যন্ত্রপাতি  হস্তান্তর করেন বিশিষ্টজনদের পক্ষে আশরাফ উদ্দিন আহমদ সিজার।

মেডিক্যাল যন্ত্রপাতির মধ্যে পেশন মনিটর (ইয়ুনকার) ২টি, বিআইপিএপ মেশিন ৩টি, সাইরিং পাম্প ৪টি, এসপও২ সেন্সর (চাইল্ড) ১টি, বিআইপিএ মাস্ক (চাইল্ড) ৫টি, নাসাল কনসুলা ২টি ও বিআইপিএপ ট্রোলি ১টি।

আশরাফ উদ্দিন আহমদ সিজার বলেন, করোনা রোগীরা যাতে সু-চিকিৎসা পায় সেজন্য ১৬-১৭ জনের উদ্যোগে চমেকে প্রায় ৬ লাখ টাকার মেডিক্যাল যন্ত্রপাতি দেওয়া হয়।

দেশে করোনা ভাইরাস সংক্রমণ না যাওয়া পর্যন্ত আমরা মানুষের পাশে থাকবো। এর আগেও আমরা বিভিন্ন হাসপাতালে করোনা রোগীর জন্য মেডিক্যাল যন্ত্রপাতি দিয়েছি।

মেডিক্যাল যন্ত্রপাতি দেয়ার ক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন তারা হলেন-অধ্যাপক ডা. শামসুন নাহার, মো. ফয়সাল মোস্তফা হাশেম, যুক্তরাষ্ট্রের প্রবাসী রায়হানুল ইসলাম চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ সগীর, অ্যাড. মইনুদ্দিন হাসান সোহেল, আবু জাফর চৌধুরী, প্রকৌশলি আহমেদ নাসিমুল হুদা, ব্যারিস্টার তাজিন মরিয়ম, সাজেদা হক, ডা. সৈয়দ মেজবাহুল হক, ডা. রশীদ আহমেদ ও রওশন এন্টারপ্রাইজ।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad