ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আনসারদের মারধরে কাস্টম হাউসের স্টাফ হাসপাতালে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
আনসারদের মারধরে কাস্টম হাউসের স্টাফ হাসপাতালে প্রতীকী ছবি

চট্টগ্রাম: দেশের সবচেয়ে বড় রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসের নিরাপত্তার দায়িত্বে থাকা ৫ আনসার সদস্যের মারধরের শিকার হয়েছেন কম্পিউটার অপারেটর সাফিউল আলম।


রোববার (২৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।


কাস্টম মিনিস্ট্রিয়াল স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো সকালে সামিউল কাস্টম হাউসে ঢোকার সময় আনসার সদস্যরা আইডি কার্ড দেখতে চান।  


এ সময় তিনি জানান, তার কার্ড অফিসেই আছে, আনিয়ে নিচ্ছি।

এ সময় বহিরাগত অনেককে কার্ড না দেখে ঢুকতে দেওয়ায় সামিউল বলেন, আমাকে আটকে দিলেন অন্যদের ঢুকতে দিচ্ছেন।  


এ কথা বলার পরপরই পাঁচজন আনসার সদস্য তাকে মারধর শুরু করেন। আমি গিয়ে তাকে উদ্ধার করি। ২-১ মিনিট দেরি হলেই মারা যেত। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।


কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রশাসন) মাহবুবুর রহমান বাংলানিউজকে বলেন, অভিযুক্ত আনসারদের ক্লোজড করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।


বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
এআর/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।