ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কমে গেছে ভর্তি সংখ্যা, রেল হাসপাতালে ২ জন করোনা রোগী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
কমে গেছে ভর্তি সংখ্যা, রেল হাসপাতালে ২ জন করোনা রোগী ভর্তির তথ্য

চট্টগ্রাম: চট্টগ্রামে হাসপাতালগুলোতে দিন দিন কমে যাচ্ছে করোনা রোগীর ভর্তি সংখ্যা। শনিবার (২৫ জুলাই) পর্যন্ত হাসপাতাল ও করোনা আইসোলেশন সেন্টারে ৮৬৬ শয্যার মধ্যে ৫১৪টি সিট খালি।

এরমধ্যে সবচেয়ে কম রেলওয়ে হাসপাতালে করোনা রোগী ভর্তি আছেন মাত্র ২ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন অফিস সূত্র মতে, শনিবার রাত ৮টা পর্যন্ত জেনারেল হাসপাতালে ১৫০ শয্যার বিপরীতে বর্তমানে করোনা রোগী ভর্তি আছেন ৯০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করােনা ইউনিটে ২০০ শয্যার বিপরীতে ১৭৭ জন, বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইটি) ৩২ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৭ জন।

চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে ১০০ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন মাত্র ২ জন, হলিক্রিসেন্ট হাসপাতালে ১০০ শয্যার বিপরীতে ৮ জন, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে ৫০ শয্যার বিপরীতে ৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩৪ শয্যার বিপরীতে ২৮জন।

বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে ১০০ শয্যার বিপরীতে ৪ জন ও করোনা আইসোলেশন সেন্টারে ১০০ শয্যার বিপরীতে ৩২জন ভর্তি আছেন।  

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বাংলানিউজকে বলেন, করোনা আক্রান্ত হলেও অনেকে হাসপাতালে না এসে বাড়ীতেই সুস্থ হয়ে যাচ্ছেন। তাই হাসপাতালে ভর্তির সংখ্যাও কমছে। তবুও আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।