ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বোর্ড অব ট্রাস্টিজের সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বোর্ড অব ট্রাস্টিজের সভা প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বোর্ড অব ট্রাস্টিজের সভা

চট্টগ্রাম: প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয়েছে।


সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত থেকে সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।


সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, হাসিনা মহিউদ্দিন, অরুণ দাশগুপ্ত ও সাবিহা মুসা।


সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নাসির উদ্দিন ইউসুফ, রেমন্ড আরেং এবং বোরহানুল হাসান চৌধুরী সালেহিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন।

 


প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্যের উপদেষ্টা ও প্রধান প্রকৌশলী মো. আবু তাহের এবং রেজিস্ট্রার খুরশিদুর রহমানও সভায় উপস্থিত ছিলেন।


সভায় ১১ জুলাই অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিল ও ১৮ জুলাই অনুষ্ঠিত সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদিত হয়।  


অনলাইনে শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে কীভাবে আরও বেশি কর্মোপযোগী করা যায় তা নিয়ে বিশদ আলোচনা হয়।  


বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।