ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৭৮ মসজিদে একযোগে মাদকবিরোধী খুতবা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
৭৮ মসজিদে একযোগে মাদকবিরোধী খুতবা মাদকবিরোধী প্রচারণা

চট্টগ্রাম: মাদকশুন্য কোতোয়ালী গড়তে থানা এলাকার ৭৮ মসজিদে একসাথে মাদকবিরোধী প্রচারণা চালানো হয়েছে। পাশাপাশি সবগুলো মসজিদে মাদকের তথ্য জানাতে চেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ওসির নাম্বার সংশ্লিষ্ট ব্যানারও ঝুলানো হয়েছে।

মাদকশুন্য কোতোয়ালী গড়ার প্রথম ধাপ হিসেবেই এই প্রচারণা অভিযান চালানো হচ্ছে বলে জানান কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন।
 
তিনি বলেন, আমরা প্রথম ধাপ হিসেবে প্রচারাভিযান চালাচ্ছি।

আমাদের এই প্রচারাভিযানে সংহতি প্রকাশ করেছেন আমার থানা এলাকার সবগুলো মসজিদ। আজ সবগুলো মসজিদে একসাথে মাদকবিরোধী খুতবা দেওয়া হয়েছে। পাশাপাশি মাদক সংশ্লিষ্ট তথ্য জানতে চেয়ে আমাদের ফোন নম্বর সংশ্লিষ্ট ব্যানার টানিয়েছি।

জানা যায়,  কোতোয়ালী থানা এলাকাকে মাদকশুন্য করার ঘোষণা দেন ওসি মোহাম্মদ মহসীন। তিনধাপে মাদকশুন্য করার প্রথম ধাপে এলাকাভিত্তিক প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি মাদক ক্রেতা, বিক্রেতা, সেবনকারীদের তালিকা হচ্ছে। শেষধাপে সাঁড়াশি অভিযান চালানো হবে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad