ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বেড়েছে সবজির দাম, মিলছে রুপালী ইলিশ

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
বেড়েছে সবজির দাম, মিলছে রুপালী ইলিশ ফাইল ছবি

চট্টগ্রাম: বৈরি আবহাওয়ায় গত এক সপ্তাহ ধরে চট্টগ্রামে সবজির দাম ঊর্ধ্বমুখী। তবে মাছ-মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।

সাগরে মাছ ধরা শুরু হওয়ায় সামুদ্রিক মাছের দাম আরও কমতে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা। ইতোমধ্যে বাজার ছেয়ে গেছে রুপালী ইলিশে।
তবে দাম চাওয়া হচ্ছে বেশি।

সবজির মধ্যে কাঁকরোল ৪০ টাকা, আলু ৩৫ টাকা, পটল ৪০ টাকা, শসা ২৫-৩০ টাকা, টমেটো ১শ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, গাজর ৩০ টাকা, বরবটি ৪০ টাকা, বেগুন ৪০ টাকা, মিষ্টি কুমড়া ২৫, করলা ৪০ টাকা, লাউ ২৫ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নগরের কাঁচাবাজারগুলোতে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে চকবাজার ও রেয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজিই ৩০-৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কাজির দেউড়ি বাজারে দাম চাওয়া হচ্ছে আরও বেশি।  

বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে বন্যা হওয়ায় সবজিক্ষেত নষ্ট হয়ে গেছে। এছাড়া পরিবহন খরচও বেড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে সবজির দাম আরও বাড়তে পারে।

এদিকে বাজারে সামুদ্রিক মাছের মধ্যে লইট্যা ১২০-১৪০ টাকা, কোরাল সাড়ে ৭শ টাকা, ৫০০ গ্রাম ওজনের হিমায়িত ইলিশ ৪৫০-৬শ টাকা এবং ৬০০-৮০০ গ্রামের দাম চাওয়া হচ্ছে ৬শ-৯শ টাকা।  

এছাড়া মাঝারি আকারের চিংড়ি সাড়ে ৬শ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা, মায়ানমারের রুই ২শ-২৫০ টাকা, বাটা ২৫০-৩শ টাকা, কাতাল ২৮০-৩শ টাকা, পাবদা সাড়ে ৪শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০ টাকা, লেয়ার ২৫০ টাকা, কর্ক ২৪০-২৫০ টাকা, গরুর মাংস সাড়ে ৭শ টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে ৮শ টাকা কেজি দরে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
এসি/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।