ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফেসবুক আইডি হ্যাক করে ব্ল্যাকমেল, যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
ফেসবুক আইডি হ্যাক করে ব্ল্যাকমেল, যুবক গ্রেফতার সালমান মোহাম্মদ ওয়াহিদ

চট্টগ্রাম: ফেসবুক আইডি হ্যাক করে ব্ল্যাকমেলের অভিযোগে নগরের মোগলটুলী এলাকা থেকে সালমান মোহাম্মদ ওয়াহিদ (২৬) নামে এক হ্যাকারকে গ্রেফতার করেছে পুলিশ।  

 

গ্রেফতারের পর বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

গ্রেফতার সালমান মোহাম্মদ ওয়াহিদ নগরের সদরঘাট থানাধীন মোগলটুলী কমার্স কলেজ রোড এলাকার আবদুল মতিনের ছেলে।  

 

তার বিরুদ্ধে ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বাংলানিউজকে বলেন, ফেসবুক আইডি হ্যাক করে ব্ল্যাকমেলের অভিযোগে মোগলটুলী এলাকা থেকে সালমান মোহাম্মদ ওয়াহিদ নামে এক হ্যাকারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে খুলশী থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়।  

 

ওসি প্রনব চৌধুরী বলেন, সালমান মোহাম্মদ ওয়াহিদ একজন হ্যাকার। তিনি বিভিন্নজনের ব্যক্তিগত ফেসবুক আইডি, গ্রুপ ও পেজ হ্যাক করে ব্ল্যাকমেল করে টাকা আদায় করেন।  

 

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
এসকে/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।