ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে সেশন ইনসেপশন প্রোগ্রাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে সেশন ইনসেপশন প্রোগ্রাম

চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের উদ্যোগে ২য় থেকে ৭ম সেমিস্টারের অনলাইন সেশন ইনসেপশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২২ জুলাই) সকালে আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আকতারের সভাপতিত্বে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান। পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী।

 

বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আ ন ম ইউসুফ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান।

 

বক্তব্য দেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ন বৈদ্য, রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার।

 

আইন বিভাগের সহকারী অধ্যাপক আসমা আল আমিনের সঞ্চালনায় ভার্চুয়াল এই অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অনলাইনে সংযুক্ত ছিলেন।

 

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।