ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভূমিধসের শঙ্কা: পাহাড় থেকে সরানো হলো ৪৪৩ পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
ভূমিধসের শঙ্কা: পাহাড় থেকে সরানো হলো ৪৪৩ পরিবার পাহাড়ের পাদদেশ থেকে সরে যেতে মাইকিং

চট্টগ্রাম: ভারী বর্ষণে ভূমিধসের শঙ্কায় পাহাড়ের পাদদেশে 'মৃত্যুঝুঁকি' নিয়ে বাস করা ৪৪৩টি পরিবারকে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (২২ জুলাই) দিনভর অভিযান চালিয়ে নগরের ১৭টি পাহাড় এবং বায়েজিদ-ফৌজদার হাট সিডিএ লিংক রোড এলাকার পাহাড় থেকে এইসব পরিবারকে সরিয়ে নেওয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, টানা বর্ষণে ভূমিধসের শঙ্কায় পাহাড় থেকে ৪৪৩টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে লোকজন পাহাড় থেকে সরে গিয়ে আত্মীয় স্বজনের বাসায় আশ্রয় নিচ্ছেন।

তবে আশ্রয়ের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকেও ১৯টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।