ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চিংড়িতে জেলি, ৩ বিক্রেতার জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
চিংড়িতে জেলি, ৩ বিক্রেতার জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম: চিংড়িতে জেলি পুশ করে ওজনে কারসাজির দায়ে ৩ মাছ বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ জুলাই) নগরের বৃহত্তম কাঁচা বাজার রিয়াজুদ্দিন বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।  

অংশ নেন, মৎস্য অধিদফতরের উপ-সহকারী পরিচালক টিপু সুলতান এবং পরিদর্শক সাখাওয়াত হোসেন।

ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বাংলানিউজকে জানান, রিয়াজুদ্দিন বাজারে অভিযান চালিয়ে ক্ষতিকর জেলি পুশ করা ৭০ কেজি চিংড়ি জব্দ করা হয়।

তিনি বলেন, মূলত চিংড়িতে জেলি পুশ করে ওজনে কারসাজি করছিলেন বিক্রেতারা। এই কারণে ৩ বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ 

'রিয়াজুদ্দিন বাজারের পর ফিশারি ঘাটেও অভিযান পরিচালনা করা হয়। সেখানেও মাছে রং না মেশাতে এবং চিংড়িতে জেলি পুশ না করতে বিক্রেতাদের সতর্ক করা হয়েছে। '

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।