ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তিন ধাপে মাদকশূন্য হচ্ছে চট্টগ্রামের কোতোয়ালী!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
তিন ধাপে মাদকশূন্য হচ্ছে চট্টগ্রামের কোতোয়ালী! ওসি মোহাম্মদ মহসীন

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা এলাকাকে মাদকশূন্য করার ঘোষণা দিয়েছে কোতোয়ালী থানা ঘোষণা কার্যকরে কাজও শুরু করেছে আলোচিত এই থানা

প্রসঙ্গে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘আমার থানা এলাকা হবে মাদকশূন্য ইতিমধ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছি

কাজও চলছে পরিকল্পনা অনুযায়ী তারই অংশ হিসেবে আমাদের থানাকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে আজ থেকেই তা কার্যকর হবে '

কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, পুরো কোতোয়ালী থানাকে মাদকশূন্য করার পরিকল্পনা নিয়েছে টিম কোতোয়ালী এজন্য কর্মপরিকল্পনাও চূড়ান্ত করেছে মাদকশূন্য করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে তিন ধাপে প্রথম ধাপে, এলাকাভিত্তিক তথ্য সংগ্রহ এবং সচেতনতা প্রচারাভিযান চালানো হবে দ্বিতীয় ধাপে, চিহ্নিত মাদক ব্যবসায়ী, বিক্রেতাদের আত্মসমর্পণের ডেডলাইন দেওয়া হবে এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে তৃতীয় ধাপে, সাঁড়াশি অভিযান চালিয়ে অল আউট অ্যাকশন।

ইতোমধ্যে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে ১৫টি বিটে অভিযোগ বাক্স বসানোর কাজও চলছে এরপর পাড়ায় পাড়ায় সচেতনতা চালানো হবে এবং সামাজিকভাবে বয়কটের কাজ শুরু হবে এদিকে প্রথম থানা হিসেবে কোতোয়ালী থানাকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে

এটিকেও কোতোয়ালীকে মাদকশূন্য করার ধাপ বলে মন্তব্য করেছেন ওসি মোহাম্মদ মহসীন

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।