ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া ২ কিশোরীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া ২ কিশোরীর মরদেহ উদ্ধার ছবি প্রতীকী

চট্টগ্রাম: নগরের হালিশহরের মহেশখালে জোয়ারের পানিতে ডুবে যাওয়া দুই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় রাত ৮টার দিকে মুন্নি আকতার (১৪) নামে একজনকে উদ্ধার করে।

পরে বুধবার (২২ জুলাই) ভোর ৫টার দিকে ঝুমা আকতারকে (১৭) উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

দুপুরে হাঁটতে গিয়ে হালিশহর থানার বেপারী পাড়া বাদশা মিঞা ব্রিক ফিল্ড রোড এলাকায় মহেশখালে পড়ে যান এ দুই কিশোরী।

মুন্নি ওই এলাকার ইসলামীয়া ব্রিক ফিল্ড সংলগ্ন নাছির কলোনির মো. ইউসুফের মেয়ে। তাদের নিজ বাড়ি বরিশালে।

নিখোঁজ ঝুমা একই এলাকার জামালের মেয়ে। জামাল পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। তাদের নিজ বাড়ি চাঁদপুরে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দুই কিশোরী নিখোঁজ হলেও ফায়ার সার্ভিস খবর পায় সন্ধ্যা ৬টায়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহিদ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

রাত আটটায় মুন্নির মরদেহ উদ্ধার করে। পরে মঙ্গলবার ভোরে ঝুমা আকতারের মরদেহ উদ্ধার করা হয়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহেদুল ইসলাম বাংলানিউজকে জানান, মঙ্গলবার দুপুরে মহেশখালের তীর ধরে হেঁটে যাওয়ার সময় বৃষ্টি শুরু হলে ওই দুই কিশোরীর একজন পা পিছলে খালে পড়ে যায়। তাকে বাঁচানোর জন্য অপরজন চেষ্টা করলে দুই জনই খালের স্রোত ও জোয়ারের পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘ চেষ্টায় চালিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।