ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন  চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন। 

চট্টগ্রাম: ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলায় জড়িতদের চিহ্নিত করা এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের লবিতে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের নেতারা।

মানববন্ধনে বিএমএ সভাপতি মুজিবুল হক খান বলেন, বার বার শিক্ষা স্বাস্থ্যখাতে অরাজকতা সৃষ্টি করার জন্য একটি চক্র কাজ করছে।

ভবিষ্যতে যারা জনগণকে চিকিৎসা দিবে তাদের ওপর হামলা-মামলা কোনোভাবে কাম্য নয়। শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় আন্দোলন গড়ে তোলা হবে।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. ওসমান ফরহাদের সভাপতিত্বে ও সদস্য সচিব তাজওয়ার রহমান অয়নের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. বাদল, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল, চমেক ছাত্রলীগ সভাপতি ডা. হাবিবুর রহমান, চমেকসু ভিপি এম এ আউয়াল রাফি।  

এসময় বক্তারা মামলা প্রত্যাহারসহ বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।