ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেলওয়ে পূর্বাঞ্চলে একযোগে চারা রোপণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
রেলওয়ে পূর্বাঞ্চলে একযোগে চারা রোপণ রেলওয়ে পূর্বাঞ্চলে চারা রোপণ।

চট্টগ্রাম: বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে রেলওয়ে পূর্বাঞ্চলের উদ্যোগে একযোগে বৃক্ষরোপণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় সিআরবিতে এ কর্মসূচি উদ্বোধন করেন মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) সরদার সাহাদাত আলী।

সিআরবি ছাড়াও পাহাড়তলীতে রেলওয়ের পরিবহন বিভাগ, বাণিজ্যিক বিভাগ, লোকোশেড ও চট্টগ্রাম স্টেশনসহ রেলওয়ের ৬০টি স্টেশনে একযোগে বৃক্ষরোপণ করা হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী বাংলানিউজকে বলেন, পাহাড়তলীতে সকাল ১১টায় বাণিজ্যিক বিভাগের উদ্যোগে প্রতিটি খালি জায়গায় বৃক্ষরোপণ করা হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) সরদার সাহাদাত আলী বাংলানিউজকে বলেন, শুধু সিআরবি, পাহাড়তলীতেই প্রায় ৫ হাজার চারা রোপণ করা হয়। বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষে এসব চারা রোপণ করা হয়েছে।  

এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান, ডিএন/১ মো. হামিদুর রহমান, সিআরএনবি মো. শফিকুল ইসলাম, ডিসিও আনসার আলী, ডিইই শাকের আহমেদ, ডিএসটিই মো. জাহেদ আরেফিন পাটোয়ারী তন্ময়, ডিটিও ওমর ফারুকসহ রেলওয়ের ডিভিশনাল অফিসাররা।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।