ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আর্যবিশপ মজেস কস্তা আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
আর্যবিশপ মজেস কস্তা আর নেই আর্যবিশপ মজেস কস্তা

চট্টগ্রাম: খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মগুরু আর্যবিশপ মজেস কস্তা মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৬৯ বছর।

সোমবার (১৩ জুলাই) সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই ধর্মীয় ব্যক্তিত্ব।

কারিতাস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জেমস গোমেজ বাংলানিউজকে জানান, মস্তিস্কের রক্তক্ষরণে আর্যবিশপ মজেস কস্তা মৃত্যুবরণ করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর দুইটা পর্যন্ত পাথরঘাটার রাণী জপমালা গির্জায় তার মরদেহ শেষ শ্রদ্ধার জন্য রাখা হবে। বিকেল ৩টায় তাকে সমাহিত করা হবে।

আর্যবিশপ মাজেস কস্তা গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামের ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু ছিলেন।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চট্টগ্রামে। রাজনীতিক থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।