ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেস্তোরাঁ-দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
রেস্তোরাঁ-দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান রেস্তোরাঁ-দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও স্বাস্থ্যবিধি না মেনে খাবার পরিবেশনের দায়ে একজন রেস্তোরাঁ মালিক এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় একজন মুদি দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ জুলাই) দুপুরে নগরের দেওয়ানহাট এলাকার তাজ বি রেস্তোরাঁ এবং সদরঘাট এলাকার ছানোয়ার স্টোরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন।

দেওয়ানহাট এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

সদরঘাট এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।

ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান বাংলানিউজকে জানান, তাজ বি রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশন করা হচ্ছিলো।

রেস্তোরাঁর মালিক কর্মচারী কারও মাস্ক এবং হ্যান্ড গ্ল্যাভস ছিলো না। এই কারণে রেস্তারাঁ মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বাংলানিউজকে জানান, ছানোয়ার স্টোরে মেয়াদোত্তীর্ণ জুস এবং কোমল পানীয় বিক্রি হচ্ছিলো। দোকানির মাস্ক এবং হ্যান্ড গ্লাভস ছিলো না। এই কারণে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।