ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পরিবারের ৭ সদস্যসহ করোনা আক্রান্ত চবি উপাচার্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
পরিবারের ৭ সদস্যসহ করোনা আক্রান্ত চবি উপাচার্য উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার সহ পরিবারের সাত সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।

তিনি বাংলানিউজকে বলেন, উপাচার্য মহোদয়, ওনার মেয়ে, নাতি এবং বাসার কেয়ারটেকার সহ মোট সাতজন করোনা আক্রান্ত হয়েছেন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের করোনা ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে তিনি এবং তাঁর পরিবার আক্রান্ত বলে নিশ্চিত হওয়া যায়। বর্তমানে সকলে শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয় কর্মচারীদের মধ্যে ত্রাণ বিতরণ ও আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন রকম সেবা মূলক কাজে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন উপাচার্য। এছাড়া সরকার নির্ধারিত  সাধারণ ছুটি তুলে দেওয়ার পর  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ সীমিত আকারে চালিয়ে নিতে নিয়মিতই অফিস করতেন তিনি। সম্প্রতি উপাচার্য কার্যালয়ের তিন কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হওয়ার পর হোম কোয়ারেন্টিনে চলে যান তিনি।

এর আগে ক্যাম্পাসে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৪ জুলাই থেকে সপ্তাহ ১৪ দিনের জন্য লকডাউন করা হয় বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ সময় ২২১১ ঘণ্টা জুলাই ১১,২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।