ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কারখানায় বৈদ্যুতিক ফাঁদ, সংস্পর্শে একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
কারখানায় বৈদ্যুতিক ফাঁদ, সংস্পর্শে একজনের মৃত্যু

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলায় পেরেক কারখানার পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে সংস্পর্শে এসে প্রাণ হারিয়েছেন আবদুল মান্নান (৩৮) নামের এক ব্যক্তি।

শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার শাহ ছমিয়া নগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কারখানায় মালিক পটিয়া উপজেলার মনসা গ্রামের নিজাম উদ্দিন।

প্রায় সময় চুরির ঘটনা ঘটায় কারখানার পেছনে টিনের বেড়ায় বৈদ্যুতিক ফাঁদ পাতেন তিনি। আবদুল মান্নান বেড়া কেটে ভেতরে ঢোকার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) মো. ইয়াসির আরাফাত বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে আবদুল মান্নান ছুরি দিয়ে টিনের বেড়া কেটে ঢোকার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এর আগে ওই কারখানায় চুরির ঘটনা ঘটায় কারখানার মালিক চারিদিকে টিনের বেড়ায় বিদ্যুতের আর্থিং দিয়ে রাখেন।

‘স্থানীয় লোকজনের কাছ থেকে শুনে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ১১ জুলাই ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।