ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

২৩ নয়, কালুরঘাট ব্রিজের সংস্কার কাজ শুরু ১৩ জুলাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, জুলাই ১১, ২০২০
২৩ নয়, কালুরঘাট ব্রিজের সংস্কার কাজ শুরু ১৩ জুলাই ফাইল ছবি

চট্টগ্রাম: কালুরঘাট ব্রিজ সংস্কার কাজের তারিখ পরিবর্তন করেছে রেলওয়ে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৩ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত সংস্কার কাজ চলবে।

এর আগে রেলওয়ে পূর্বাঞ্চল ২৩ জুলাই থেকে সংস্কার কাজ শুরুর ঘোষণা দেয়। তারিখ পরিবর্তন করায় দুঃখ প্রকাশ করেছে রেলওয়ে।

রেলওয়ে পূর্বাঞ্চলের জনসংযোগ কর্মকর্তা তৌষিয়া আহমেদ বাংলানিউজকে বলেন, ‘কন্ট্রোল থেকে প্রথমে ২৩ জুলাই থেকে ১০ দিন সংস্কার কাজ শুরু হওয়ার কথা জানানো হলেও পরে তা ১৩ জুলাই থেকে শুরু করার কথা জানানো হয়েছে।

ঘোষণায় ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. সবুক্তগীন বাংলানিউজকে বলেন, প্রথমে ২৩ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত সংস্কারের সিদ্ধান্ত হয়। কিন্তু কোরবানি ঈদের কথা মাথায় রেখে ২৩ জুলাইয়ের ভেতর কাজ শেষ করতে চাই।

‘কারণ ঈদে যান চলাচল বেশি হয়, তাই মানুষের দুর্ভোগ লাঘবে ১৩ জুলাই থেকে মেরামতের কাজ শুরু হবে। শেষ হবে ২৩ জুলাই। ’

১৩ জুলাই থেকে ২৩ জুলাই ১০দিন কালুরঘাট ব্রিজে যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।