ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুজিব বর্ষে মঠ মন্দির দেবালয়ে চারা লাগানোর ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
মুজিব বর্ষে মঠ মন্দির দেবালয়ে চারা লাগানোর ঘোষণা মুজিব বর্ষে মঠ মন্দির দেবালয়ে চারা লাগানোর ঘোষণা

চট্টগ্রাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী 'মুজিববর্ষ' উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি সারা দেশের মঠ-মন্দির, দেবালয়ে দুটি করে ফলদ ও ঔষধি গাছের চারা রোপণের কর্মসূচি ঘোষণা করেছে।

শুক্রবার (১০ জুলাই) রাউজান উপজেলার অন্নদা ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের ব্রহ্মচারী মুরাল ভাই সরোবরের পাড়ে ফলদ বৃক্ষের চারা রোপণের মধ্য দিয়ে জেলাব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত ও আদ্যাপীঠ মন্দিরের প্রধান পুরোহিত প্রমুখ।

এ ছাড়াও জেলার আওতাধীন ১৪ উপজেলার প্রতিটি মঠ-মন্দির, দেবালয়ে উপজেলা কমিটি ও মন্দির পরিচালনা কমিটি পৃথক পৃথকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

 
   
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।